• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাওয়াশের দিনে টাইগারভক্তদের জন্য বড় দুঃসংবাদ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৫, ২০২১, ০৮:১৩ পিএম
বাংলাওয়াশের দিনে টাইগারভক্তদের জন্য বড় দুঃসংবাদ

সংগৃহীত

ঢাকা : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে জ্বলে উথেছেন সাকিব আল হাসান। প্রায় দেড় বছর পর ফিফটি তুলে নিয়েছেন তিনি। এরপর বল হাতে মাঠে নামলেও টাইগারভক্তদের জন্য দুঃসংবাদ। চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন এ অলরাউন্ডার। নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার পর কুঁচকিতে টান খেয়েছেন সাকিব। 

এ সময় মাঠের মধ্যেই ফিজিওর সেবা নেন তিনি। তবে সুস্থ বোধ না করায় এরপর আর বোলিং না করে মাঠের বাইরে চলে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ৫৬.৫ গড়ে ১১৩ রান করেছেন তিনি। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৬টি উইকেট।

সিরিজের শেষ ম্যাচে এই অলরাউন্ডার কুঁচকির চোটে পড়েছেন। নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার পর কুঁচকিতে টান খেয়েছেন তিনি।

এরপর মাঠের মধ্যেই তাঁকে ফিজিওর সেবা নিতে দেখা যায় তাঁকে। এরপর আর বোলিং না করে মাঠের বাইরে চলে যান তিনি। সিরিজ সেরার পুরষ্কার হাতে তিনি এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ২৪ ঘণ্টা পর জানা যাবে তাঁর চোটের অবস্থা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!