• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের পদোন্নতির তালিকা চূড়ান্ত, আসছে ঘোষণা 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৯:২৩ পিএম
শিক্ষকদের পদোন্নতির তালিকা চূড়ান্ত, আসছে ঘোষণা 

ঢাকা: সম্প্রতি শিক্ষকদের পদোন্নতির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘আমাদের স্কুল-কলেজে সিনিয়র শিক্ষকদের জন্য আলাদা কোনো পদ ছিল না। আমার সিনিয়র পদ সৃষ্টি করেছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে ধাপে ধাপে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে।’ সেসময় প্রথম ধাপে সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এ পদে পদোন্নতি দেয়ার খবরও জানান তিনি।

অবশেষে সেই সাড়ে পাঁচ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে। দুদিন থেকে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশি সূত্র বলছে, যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

এর আগে ৩০ নভেম্বর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করে মাউশি। এতে ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়।কিন্তু খসড়া তালিকা নিয়ে অনেক অভিযোগ আসে অধিদপ্তরে। পরে পুনরায় খসড়া তালিকা প্রকাশ করা হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!