• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎসব মাসের বেতন অনুযায়ী ঈদ ভাতা চান সরকারি কর্মচারীরা


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২১, ০৩:১৬ পিএম
উৎসব মাসের বেতন অনুযায়ী ঈদ ভাতা চান সরকারি কর্মচারীরা

ঢাকা: পবিত্র ঈদুল আযহার উৎসব ভাতা জুলাই মাসের মূল বেতন অনুযায়ী প্রদানের আবেদন জানিয়েছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১০ জুন) অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্মচারী উন্নয়ন পরিষদ। 

পরিষদের যুগ্ম আহবায়ক আশফাকুল আশেকীন স্বাক্ষরিত আবেদনে জুলাই মাসের মূল বেতনের সমপরিমান ঈদুল আযহার উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির অনুরোধ জনানো হয়েছে।

 

আবেদনে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ২১ জুলাই (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ২০২০ সালের ১ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচাররীদের বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়েছে। এবছরের ১ জুলাইয়েও ইনক্রিমেন্ট প্রদান করা হবে। এক্ষেত্রে উৎসব ভাতা ২০২০ সালের জুন মাস অনুযায়ী প্রদান করা হলে কর্মকর্তা-কর্মচারীগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবিষয়টি বিবেচনায় নিয়ে এবছরের জুলাই মাসের মূলবেতন অনুযায়ী উৎসব ভাতা প্রদানের অনুরোধ জানানো হয়। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!