• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবাদ সম্মেলন শুরু


নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২২, ১১:৫৩ এএম
তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবাদ সম্মেলন শুরু

ঢাকা : নতুন জাতীয় বেতন স্কেল প্রদান না করা পর্যন্ত সরকারি কর্মচারিদের অন্তবর্তীকালীন সময়ের জন্য ৬০% বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। 

শনিবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

২০১৫ সনে সর্বশেষ জাতীয় বেতন স্কেল প্রদানের পর বিগত ৭(সাত) বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের সরকারি কর্মচারিদের জীবন যাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এহেন অবস্থায় নতুন জাতীয় বেতন স্কেল প্রদান অত্যাবশ্যক বলে জানা গেছে। 

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!