ঝালকাঠিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় সনাতন ধর্মাবলম্বীদের সমান অধিকার নিশ্চিত থাকায় ঝালকাঠিতে দ্বিতীয় দফায় এক শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বিনয়কাঠী বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহিম সরদার রফিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম।

প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতা, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা।

প্রধান বক্তা অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার রুপরেখায় সকলের অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথি এ্যাড. সৈয়দ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব সম্প্রদায় সমান মর্যাদা পাবে। বিশেষ অতিথিরা সবাইকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে ধানের শীষের মনোনয়ন নিশ্চিত করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট দাবি জানান।

মতবিনিময় সভা থেকে সকলে মিলিতভাবে দেশ গঠনে ও ধানের শীষ বিজয়ে কাজ করার আহবান জানানো হয়।

এসএইচ