• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৬, ১০:৩৩ পিএম
যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি

যান্ত্রিক ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যমুনা সার কারখানার (জেএফসিএল) উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

কারখানা সুত্রে জানা গেছে, দেশের সর্ববৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার (জেএফসিএল)। দৈনিক ১৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম এ কারখানাটির উৎপাদন বৃহস্পতিবার সন্ধা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক ভাবে বন্ধ হয়ে গেছে।

তবে এব্যাপারে সত্যতা যাচাই করতে কারখানার এমডি মোস্তাফিজুর রহমান এবং জিএম অপারেশন দ্বয়ের মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোনও সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, এ কারখানাটি কেপিআই-১ মান সম্পন্ন একটি শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি উৎপাদনে যাওয়ার পর থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলসহ উত্তরাঞ্চলের ২০টি জেলার ইউরিয়া সারের চাহিদা পূরণ করে আসছে।

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!