• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে নিখিল হত্যা : তিন আসামি ৬ দিনের রিমাণ্ডে


নিজস্ব প্রতিবেদক মে ২, ২০১৬, ০৪:০৬ পিএম
টাঙ্গাইলে নিখিল হত্যা : তিন আসামি ৬ দিনের রিমাণ্ডে

টাঙ্গাইলের গোপালপুরে ব্যবসায়ী নিখিল হত্যার ঘটনায় ৩ আসামিকে ৬দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকাল ৩টায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলায় পৃথকভাবে ৩দিন করে মোট ৬দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়।

টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ এ আদেশ দেন।
 
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, এর আগে দুপুর ২টায় আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলায় পৃথকভাবে ৭ দিন করে রিমাণ্ড আবেদন করা হলে বিচারক ৩দিন করে মোট ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
 
এর আগে শনিবার রাতে নিহত নিখিলের স্ত্রী আরতি জোয়ার্দ্দার বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরে রবিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। হত্যা মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনকে। আর বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই নাজমুল হককে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!