• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণ বিরোধী পুলিশ-জনতা সমাবেশ


মৌলভীবাজার প্রতিনিধি   অক্টোবর ১৭, ২০২০, ০১:৪৬ পিএম
ধর্ষণ বিরোধী পুলিশ-জনতা সমাবেশ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় ‘নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি’ স্লোগানকে ধারণ করে কুলাউড়া থানা প্রাঙ্গণ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিট পৌরসভার র‌্যালীতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর ও অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান। এসময় র‌্যালীটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 
র‌্যালী শেষে দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, এস আই সনক কান্তি দাশ, শ্রমিক নেতা সোহাগ আহমদ প্রমুখ।
 
এদিকে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নেও ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ ইয়ারদৌস হাসান।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!