• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পতেঙ্গা সৈকতে প্রতীমা বিসর্জনের মানুষের উপচেপড়া ভিড়


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২০, ১০:১২ পিএম
পতেঙ্গা সৈকতে প্রতীমা বিসর্জনের মানুষের উপচেপড়া ভিড়

চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য হাজারো মানুষের উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত দুই শতাধিক প্রতীমা বিসর্জন হয়েছে সৈকতে। এসময় নানা বয়সী মানুষের উৎসবে ভরে ওঠে পতেঙ্গা সৈকত। 

ভক্তদের কারও চোখে জল, কেউ শেষবারের মতো প্রণাম করছেন। আবার কেউ দুর্গামায়ের চরণে হাতে গুঁজে দিচ্ছেন চিরকুট।

ঠেলাগাড়ি, রিকশাভ্যান, ট্রাক, পিকআপে করে নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিমার মিছিল এসে মিলে যায় জনস্রোতে।

মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এবার চট্টগ্রাম নগরে শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। পতেঙ্গা সৈকতে দুই শতাধিক প্রতীমা বিসর্জন হয়েছে। 

পতেঙ্গা থানার থানা পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ, প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। শান্তিপূর্ণভাবে পতেঙ্গা সৈকতে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!