• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১ ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী


পঞ্চগড় প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২০, ০৮:৫৭ পিএম
১ ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলা পরিষদের এক ঘণ্টার জন্য প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন নবম শ্রেণির শিক্ষার্থী হাছনে হেনা মন। কন্যাশিশু দিবস উপলক্ষ্যে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রান্সফোর্স এই উদ্যোগ নেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের কাছে দায়িত্ব বুঝে নেন ওই স্কুলছাত্রী।

এই এক ঘণ্টায় পুরো উপজেলার পরিষদের কার্যক্রম পরিচালিত হয় তার নির্দেশনায়। সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে নারীবান্ধব করাসহ, বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন এক ঘণ্টার এই কিশোরী চেয়ারম্যান। উপজেলা পরিষদের চেয়ারম্যানও তার সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দেন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!