• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রীর হত্যা মামলার প্রধান আসামি স্বামীর বিষপানে আত্মহত্যা


কুমিল্লা প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২০, ১১:১০ এএম
স্ত্রীর হত্যা মামলার প্রধান আসামি স্বামীর বিষপানে আত্মহত্যা

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের একদিন পর বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী হেলাল উদ্দিন।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার হেলাল উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী দিলোয়ারা আক্তার শিউলীর ঝুলন্ত লাশ চৌদ্দগ্রাম থানা পুলিশ তার ঘর থেকে উদ্ধার করে। 

এ ঘটনায় শিউলীর বাবা ফয়েজ আহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধান ও ভাই-মা ও ভাবিসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

বুধবার সকালে হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের চোখের আড়ালে নিজ বাড়িতেই বিষপানে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাণ। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আবুল হাশেম সবুজ জানান, হেলাল উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মুখে ও শরীরে বিষের অস্তিত্ব পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, মৃত হেলাল উদ্দিন তার স্ত্রী শিউলীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি ছিলেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!