• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
আলুর বাজার মনিটরিং

অতিরিক্ত দামে আলু বিক্রি করায় ১ জনকে জরিমানা


মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২০, ০৪:৪৩ পিএম
অতিরিক্ত দামে আলু বিক্রি করায় ১ জনকে জরিমানা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভ্রাম্যমান আদালতে আলু পাইকারকে জরিমানা ও আলুর দাম বৃদ্ধি পাওয়ায় বাজার মনিটরিং করা হয়েছে। উপজেলায় অতিরিক্ত দামে আলু বিক্রি করায় ১ পাইকারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার বিভিন্ন হিমাগারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ।

উপজেলার রাজদিয়া নেপচুন কোল্ডস্টোরেজের পাইকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মৃত শেখ মীর আলীর ছেলে ও রশুনিয়া ৫নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলামকে অতিরিক্ত দামে আলু বিক্রি করার দায়ে ভোক্তাঅধিকার আইনে ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বেলা সাড়ে ১১ টায় সিরাজদীখান বাজার মনিটরিং করা হয়।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!