• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কমিউনিটি পুলিশিং ডে-২০২০ সমাবেশ অনুষ্ঠিত


ময়মনসিংহ প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২০, ০১:১৩ পিএম
কমিউনিটি পুলিশিং ডে-২০২০ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ: মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁঞা, বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা প্রশাসক ড. মিজানুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, জেলা আ.লীগের সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আ.লীগের সভাপতি এহ্তেশামুল আলম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন, সহ-সভাপতি এড. বিকাশ চন্দ্র রায় প্রমুখ। এ ছাড়াও জেলা-উপজেলা প্রর্যায়ের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বিষয়ে পুলিশের সুফল ভূমিকা নিয়ে বিভিন্ন আলোচনা করেন। সেই সাথে জেলা, সিটি কর্পোরেশন এবং উপজেলার প্রতিটি এলাকা ও পাড়া মহল্লায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

সোনালীনিউজ/এমআর/এসআই

Wordbridge School
Link copied!