• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালে মাছ ধরতে গিয়ে দেড় লাখ টাকার বাইক পেল যুবক


পটুয়াখালী প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২০, ০৯:৪১ পিএম
খালে মাছ ধরতে গিয়ে দেড় লাখ টাকার বাইক পেল যুবক

ছবি: সংগৃহীত

পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে খালে মাছ ধরতে গিয়ে দেড় লাখ টাকার বাইক পেয়েছেন এক যুবক। খবর পেয়ে বাইকটি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ওই উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা মো. রফিক মিয়া জানান, ভাটার সময় বাড়ির পাশের খালে মাছ ধরতে যান তিনি। ওই সময় একটি লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের বাইক দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানান।

বগা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. সালাম বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের কাঞ্চন আলী প্যাদার ছেলে হান্নান প্যাদা বাইকটি নিজের বলে দাবি করেছেন। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে এ বাইক দেয়া হবে না।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাইকটি কীভাবে খালে গেল সেটি খতিয়ে দেখা হচ্ছে। হতে পারে কেউ চুরি করে খালে লুকিয়ে রেখেছিল।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!