• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে রাস্তায় রাস্তায় কে লিখলো ‘সরি’, জনমনে আতঙ্ক


বরিশাল প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২০, ০৯:৪৪ পিএম
বরিশালে রাস্তায় রাস্তায় কে লিখলো ‘সরি’, জনমনে আতঙ্ক

ছবি: সংগৃহীত

বরিশাল : বরিশাল নগরের বেশ কয়েকটি সড়কের উপর ইংরেজি অক্ষরে “সরি” (Sorry) লেখা নিয়ে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, লাইনরোড অর্থাৎ কোতোয়ালি থানার সামনের সড়কের দু’টি স্থানে ইংরেজিতে সরি শব্দটি লেখা রয়েছে। এছাড়া চকবাজারের পুলের উপর এবং নগরের নথুলাবাদ বাস টার্মিনাল সংলগ্ন জিয়া সড়কের বেশ কয়েকটি স্থানে একইভাবে সরি শব্দটি লেখা পাওয়া যায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে সড়কের বাইরে একটি দেয়ালেও একইভাবে সরি লেখা শব্দটি পাওয়া যায়। তবে কে কে বা কারা সেগুলো কেন লিখেছে তা জানা যায়নি। 

চকবাজার এলাকার মো. আমিন জানান, প্রথমে তার চোখে চকবাজারের পুলের উপর থাকা লেখাটি চোখে পড়ে। এরপর মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার পেছনের গেট সংলগ্ন সড়কে পর পর দু’টি স্থানে ইংরেজিতে সরি লেখা শব্দটি দেখতে পান। আর সব লেখাতেই সাদা রংয়ের ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তুলি নয় স্প্রে দিয়ে রঙ করে এটি লেখা হয়েছে। 

এ নিয়ে স্থানীয় যুবকদের ধারণা কারো অভিমান ভাঙাতেই কেউ হয়তো এমন লিখেছে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!