• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্যকারীদের ৩ দিনের কর্মবিরতি


ঠাকুরগাঁও প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২০, ০৬:১২ পিএম
বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্যকারীদের ৩ দিনের কর্মবিরতি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও : নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের ৩ দিনের মতো কর্মবিরতি চলছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে স্বাস্থ্য সহকারীগণ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মবিরতি পালন শুরু করে। এতে অংশ নেন সদর উপজেলার ২১ ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করা। পশু সম্পদ বিভাগের পশুপাখির টিকাদানকারীদের গ্রেড সংশোধন করা হলেও মানুষের টিকাদানকারী কর্মীদের দীর্ঘদিনেও তাদের দাবি দাওয়া পূরন করা হয়নি।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও সদর শাখার সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস,স্বাস্থ্য সহকারী নাজরিন আরা বেগম,স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম ও ইসমাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে স্বাস্থ্য সহকারীগণ কর্মবিরতি পালন করে আসছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!