• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শৈলকুপা-গাংনীতে নৌকা, আড়নীতে বিদ্রোহী প্রার্থীর জয় 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২১, ০৮:২৭ পিএম
শৈলকুপা-গাংনীতে নৌকা, আড়নীতে বিদ্রোহী প্রার্থীর জয় 

ঢাকা: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৮৪৯ ভোট। এ নিয়ে আশরাফুল আজম তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী তৈয়বুর রহমান খান বাবু জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট।

গাংনী পৌরসভা:

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আহম্মেদ আলী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট।

এখানে বিভিন্ন ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দুপুরে বিএনপির প্রার্থীসহ চার প্রার্থী নির্বাচন বর্জন করেন।

আড়নী পৌরসভা:
রাজশাহীর আড়ানী পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. মুক্তার আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ৫৯০২ ভোট। তার প্রতীক ছিল নারিকেল গাছ।

অপরদিকে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সাইদ পেয়েছেন ৪১১৯ ভোট। এছাড়া ধানের শীষে বিএনপি প্রার্থী মো. তোজাম্মেল হক ৫৪২ ভোট পেয়েছেন।

সোনালীনিউজ/আইএ
 

Wordbridge School
Link copied!