• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে দুপক্ষের সংঘর্ষ : আহত ১৫


টাঙ্গাইল প্রতিনিধি জুন ৪, ২০১৬, ০৫:১৩ পিএম
টাঙ্গাইলে দুপক্ষের সংঘর্ষ : আহত ১৫

টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার ৩ নম্বর জামুরিয়া ইউনিয়ন ও নাগবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুরে উপজেলার জামুরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভেতরে জালভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থী এখলাল হোসেন খান ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম খানের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠোনো হয়েছে।

এ বিষয়ে ধনবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম আরা রিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় কিছু সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!