• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী যারা


চট্টগ্রাম প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২১, ০৯:৫৪ এএম
চসিক নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী যারা

সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর নতুনের জয়জয়কার হয়েছে। ৩৯টি ওয়ার্ডের মধ্যে সবকটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ১৯টিতে জয় নতুনদের। এর মধ্যে নিজ দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোটে জিতেছেন ৬ বিদ্রোহী।

বুধবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম হলে ঘোষিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

জানা গেছে, নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গাজী মোহাম্মদ শফিউল আজিম, জালালাবাদ ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু (বিদ্রোহী), পাঁচলাইশ ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম (বিদ্রোহী), চান্দগাঁও ওয়ার্ডে এসরারুল হক (বিদ্রোহী) এবং মোহরা ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন) বিজয়ী হয়েছেন।

এছাড়া পূর্ব ষোলশহরে এম আশরাফুল আলম, পশ্চিম ষোলশহরে মোবারক আলী, শুলকবহরে মোরশেদ আলম, উত্তর পাহাড়তলীতে জহুরুল আলম জসিম (বিদ্রোহী), উত্তর কাট্টলীতে নিছার উদ্দীন আহমেদ, দক্ষিণ কাট্টলীতে মোহাম্মদ ইসমাইল, সরাইপাড়ায় মো. নুরুল আমিন, পাহাড়তলীতে ওয়াসিম উদ্দীন চৌধুরী, লালখান বাজারে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, বাগমনিরামে গিয়াস উদ্দীন, চকবাজারে সায়েদ গোলাম হায়দার মিন্টু, পশ্চিম বাকলিয়ায় শহীদুল ইসলাম, দক্ষিণ বাকলিয়ায় নুরুল আলম মিয়া, দেওয়ান বাজারে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জামালখানে শৈবাল দাশ সুমন।

এনায়েত বাজারে মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু, উত্তর পাঠানটুলীতে মোহাম্মদ জাবেদ, উত্তর আগ্রাবাদে নাজমুল হক ডিউক, রামপুরায় আবদুস সবুর লিটন, উত্তর হালিশহরে মোহাম্মদ ইলিয়াস, দক্ষিণ আগ্রাবাদে জাফরুল হায়দার চৌধুরী, পাঠানটুলীতে নজরুল ইসলাম বাহাদুর, পশ্চিম মাদারবাড়ীতে গোলাম মোহাম্মদ জোবায়ের, পূর্ব মাদারবাড়ীতে আতাউল্লাহ চৌধুরী, আন্দরকিল্লায় জহর লাল হাজারী, ফিরিঙ্গি বাজারে হাসান মুরাদ বিপ্লব (বিদ্রোহী), পাথরঘাটায় আওয়ামী লীগের পুলক খাস্তগীর, বকশীর হাটে হাজী নুরুল হক, গোসাইলডাঙ্গায় মোরশেদ আলী (বিদ্রোহী), উত্তর মধ্য হালিশহরে আব্দুল মান্নান, দক্ষিণ মধ্য হালিশহরে গোলাম মাহমুদ চৌধুরী, দক্ষিণ হালিশহরে জিয়াউল হক সুমন, উত্তর পতেঙ্গায় আব্দুল বারেক এবং দক্ষিণ পতেঙ্গায় সালেহ আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

এছাড়া পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাউন্সিলর প্রার্থী মো. হারুনুর রশিদ। কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!