• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নড়াইলের অপহৃত প্রিজাইডিং অফিসার উদ্ধার


নড়াইল প্রতিনিধি জুন ৪, ২০১৬, ১১:০০ পিএম
নড়াইলের অপহৃত প্রিজাইডিং অফিসার উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় অপহৃত সহকারি প্রিজাইডিং অফিসার উদ্ধারের খবর পাওয়া গেছে। অপরদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরবগজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করলে ১১ জন পুলিশ সদস্য ও তিনজন আনসার সদস্য আহত হয়েছে।

আহত পুলিশ সদস্যরা জানায়, শনিবার (৪ জুন) সন্ধ্যা ৬টায় চরবকজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ শেষে মেম্বর প্রার্থী মোতালেব মোল্যা ৯ ভোটে বিজয়ী হন। ফলাফল ঘোষণা শেষে ফেরার সময় পরাজিত অপর মেম্বর প্রার্থী সুরুজ মোল্লার সমর্থকেরা ব্যালট বাক্স ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় পুলিশ সদস্যরা এএসআই উত্তম, কনেস্টেবল খোরশেদ আলম, জিহাদুজ্জামান, সুশীল বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন ও হেমায়েত হোসেনসহ আরো ৫জন এবং ইদ্রিস মোল্লাসহ আরো দুজন আনসার সদস্য আহত হন। এসময় ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালামকে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, অপহৃত সহকারি প্রিজাইডিং অফিসার আবুল কালামকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!