• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩ বছরের মধ্যে দেশে পেঁয়াজের সংকট দূর হবে  


ভোলা প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২১, ০৬:২১ পিএম
৩ বছরের মধ্যে দেশে পেঁয়াজের সংকট দূর হবে  

ভোলা  : আগামী ৩ বছরের মধ্যে দেশে পেঁয়াজের সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আসাদউল্লাহ।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে ভোলার সবুজ বাংলা কৃষি খামারে পেঁয়াজ চাষের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পাশাপাশি তিনি উচ্চ ফলনশীল পেঁয়াজ উৎপাদনের অগ্রগতি ব্যাখ্যা করেন।

এ দিকে কৃষি বিভাগের কর্মকর্তাদের পরিদর্শকালে উপস্থিত ছিরের পরিচালক জাহিদুল আলম, পরিচালক একেএম মনিরুল ইসলাম ও ভোলার উপ-পরিচালক আবু মো. এনায়েতউল্লাহ। পরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকতার্দের সাথে শুদ্ধাচার বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় যোগ দেন তিনি। 

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের পরিচালক এ.কে.এম মনিরুল ইসলাম, বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোৱ. আফতাব উদ্দিন, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য ভোলার রাজাপুর ইউনিয়নে প্রায় ৪০ একর জমিতে সবুজ বাংলা কৃষি খামার গড়ে তোলেন  স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। ২৮ একর জমিতে লালতীর জাতের পেঁয়াজ চাষ করেন তিনি। আগামী মাসে ওই খামার থেকে ৪শ মেট্রিক টনের অধিক পেয়াজ উৎপাদিত হবে বলে আশা প্রকাশ করেন ওই খামারী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!