• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শালিস বৈঠকে মারধর, দুইদিন পর যুবকের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৬:৩৯ পিএম
শালিস বৈঠকে মারধর, দুইদিন পর যুবকের মৃত্যু

প্রতিনিধি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে সালিশ বৈঠকে মারধর করার দুই দিন পর ইমরান হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন খবরের সত্যতা স্বীকার করে জানান, গত শনিবার পাকা গ্রামের এক শিশু অপহরণকে কেন্দ্র করে ওই গ্রামে সালিশ বৈঠক বসে। 

ওই বৈঠকে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমরানের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। লাঠির আঘাতে ইমরান গুরুতর আহত হয়ে প্রথমে ঝিনাইদহ ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু ঘটে। 

এ ঘটনায় আগেই ৩ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়। গ্রামবাসী জানিয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘোড়শাল ইউনিয়নে আওয়ামী লীগের সিদ্দিক ও চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ইমরানকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!