• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ১০


নীলফামারী প্রতিনিধি  ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:৩৫ পিএম
বাসের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ১০

ফাইল ছবি

নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর সড়কে বাসের ধাক্কায় উত্তরা ইপিজেডের মশিউর রহমান নামে একজন শ্রমিক নিহত এবং আরো দশজন আহত হয়েছেন। নিহত মশিউর রহমান সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সংগলশী ইউনিয়ন পরিষদ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

ঢাকা থেকে নীলফামারী গামী জিসা পরিবহন ওই স্থানে উত্তরা ইপিজেডের শ্রমিকদের বহনকারী একটি অটো রিক্সাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।  

নীলফামারী থানার উপ-পরিদর্শক(এসআই) পরিতোষ রায় জানান, এ ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়। এদের মধ্যে শ্রমিক বেবী আখতার, শাহিনা আখতার ও ইলিয়াস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

সোনালীনিউজ/এজে/এসআই

Wordbridge School
Link copied!