• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় বিস্ফোরণে একই পরিবারে ৬ জন দগ্ধ


নারায়ণগঞ্জ প্রতিনিধি মার্চ ৯, ২০২১, ১২:৫২ পিএম
ফতুল্লায় বিস্ফোরণে একই পরিবারে ৬ জন দগ্ধ

ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন।

সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। দগ্ধ ছয় জনকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ ছিলো। সেখান থেকে গ্যাস ওই ফ্ল্যটের বিভিন্ন রুমে ছড়িয়ে পড়ে। রাতে কেউ গ্যাসের চুলা অথবা সিগারেট ধরালে বিস্ফোরণ হয়।  

দগ্ধ ছয় জন হলেন, মিশাল, তার স্ত্রী মিতা, মেয়ে আফসানা ও ১৮ মাস বয়সী ছেলে মিনার, শ‌্যালক মাহফুজুল ও সাব্বির। 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে মিশালের শরীরের ৯০ শতাংশ, মিতার ১৪ শতাংশ, আফসানার ১০ শতাংশ, মিনারের ৪০ শতাংশ, মাহফুজুলের ৮০ শতাংশ ও সাব্বিরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!