• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাকে জবাই করা সেই ছেলে এখন পাগল, দুই পা অবশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২১, ০৮:১৭ পিএম
মাকে জবাই করা সেই ছেলে এখন পাগল, দুই পা অবশ

সংগৃহীত ছবি

ঢাকা: নিজের নামে জমি লিখে না দেওয়ায় ঘুমিয়ে থাকা মাকে (৮২) জবাই করে হত্যা করে পাষণ্ড ছেলে আবু তালেব। ঘটনার দুদিন পর ধরাও পড়ে সে। এর পর থেকেই বিচারের জন্য কারাগারে আছে।

প্রায় আট বছর আগে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের নান্দাইলের কানুরামপুরের কতুবপুর গ্রামে। 

মঙ্গলবার (০৯ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়।জানা যায়, এর মধ্যে সে মানসিক রোগে আক্রান্ত হলে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে ফের কারাগারে আনা হয়। এখন সে দুই পা অবশ অবস্থায় দিনযাপন করছে।

জানা যায়, ২০১২ সালের ১১ নভেম্বর উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর এলাকার কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেন ভুঁইয়ার স্ত্রী মোছাম্মৎ মঞ্জিলা বেগমের জবাই করা লাশ পাওয়া যায় বিছানায় মশারির নিচে। নিহত মঞ্জিলার ৩ ছেলে ও ৫ মেয়ে থাকলেও বাড়িতে অবস্থান করে বড় ছেলে আবু তালেব (৪৫)। তখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ধারণা করে, মায়ের সঙ্গে জমিসংক্রান্ত ঘটনায় আগে করা বিবাদের কারণে ছেলে আবু তালেবই ঘটনা ঘটাতে পারে। এ অবস্থায় দুই দিন পর পাশের এলাকা থেকে তাকে আটকের পর স্বীকার করে, সে তার মাকে হত্যা করেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!