• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাত ৮টার পর সিলেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২১, ০৬:৪০ পিএম
রাত ৮টার পর সিলেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

ফাইল ছবি

সিলেট: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত ৮টার পর সিলেটে সব ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, করোনা থেকে সাধারণ মানুষকে সুরক্ষায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করেন জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলাম। তার এ প্রস্তাবে সমর্থন দেন ব্যবসায়ীরা। রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সম্মত হন তারা।

সিলেট জেলা প্রশাসনের সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেলের দায়িত্বে থাকা শাম্মা লাবিবা অর্ণব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষা বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভায় রাত কয়টা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখলে সুবিধা হয়, সে বিষয়ে প্রস্তাব তোলেন জেলা প্রশাসক। ব্যবসায়ীরাও সেই প্রস্তাবে সাড়া দেন। তবে এ বিষয়ে এখনো কোনো গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়নি। আমরা কেবল সরকার নির্ধারিত ১৮ দফা নিয়ে কাজ করছি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!