• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করলো ইউএনও, দশ হাজার টাকা জরিমানা


হবিগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২, ২০২১, ০৪:১৭ পিএম
শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করলো ইউএনও, দশ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি

হবিগঞ্জ: হবিগঞ্জে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে হরিশ্যামা গ্রামে এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 শুক্রবার  (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নে হরিশ্যামা গ্রামে এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার, পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন বিয়ের আয়োজন চলছে। 

এ সময় কনের বাবার কাছে কনের জন্মসনদ দেখতে চান। জন্মসনদ অনুযায়ী দেখা যায়, কনের বয়স ১৭ বছর। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিনি কনে ও বরের অভিভাবকদের বিয়ে বন্ধ করতে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা  ঘটনাস্থলে এসে বাল্যবিবাহ দেয়ার প্রস্তুতিকালে কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা আদায় করা হয়।

সোনালীনিউজ/এআর/এসআই

Wordbridge School
Link copied!