• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঠাৎ কালবৈশাখীর হানা, ৫ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২১, ০৬:১৯ পিএম
হঠাৎ কালবৈশাখীর হানা, ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় হঠাৎ শুরু হওয়া ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়লে তারা নিহত হন। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন।

তিনি জানান, হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ায় বিভিন্ন জায়গায় বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়াসহ ধানের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাতাসে গাছ ভেঙে পড়ায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

নিহত হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তাফুর গ্রামের গোফফার রহমান এবং ডাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম। আর সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দোয়ারা গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী ময়না বেগম (৪০)। অন্য দুই নিহত ব্যক্তির নাম জানা যায়নি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!