• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫


চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ১৭, ২০২১, ১২:১৬ পিএম
চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫

সংগৃহীত

চট্টগ্রাম: কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বাঁশখালীর এ ঘটনায় ৪ শ্রমিক নিহত হন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে নেয়া হলে সেখানে আরও  একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯) ও রনি হোসেন (২২)। চট্টগ্রাম মেডিকেলে নিহত শ্রমিকের নাম হাবিবুল্লাহ (১৯)। 

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে বিদ্যুৎকেন্দ্রে বেতনভাতা নিয়ে শ্রমিকরা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেতে সংঘর্ষ বেধে যায়। এর জেরে ৪ জন নিহত হয়েছে। পরে হাসপাতালে আর এক শ্রমিকের মৃত্যু হয়। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রথমে এসআলম বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে উস্কানি দিয়ে আশেপাশের গ্রামবাসীকে এতে সম্পৃক্ত করা হয়। পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!