• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাস্ক না পরলে রোদে বসিয়ে রাখছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২১, ০৫:২১ পিএম
মাস্ক না পরলে রোদে বসিয়ে রাখছে পুলিশ

সংগৃহীত ছবি

ময়মনসিংহ: লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে বের হওয়া পথচারীদের তীব্র রোদের মধ্যে প্রায় আধাঘণ্টা রাস্তায় বসে থাকার সাজা দিচ্ছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে এই চিত্র দেখা যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে তারা আজ থেকে কঠোর অবস্থানে গেছেন। মাস্ক ছাড়া বের হওয়ায় পথচারীদের ২০ মিনিট থেকে ৩০ মিনিট মাস্ক পরিয়ে রাস্তায় বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘এটা সচেতনতার জন্য করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ থেকেই সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মানবেন। তা না হলে আরও কঠোর হবে পুলিশ।’

এই শাস্তির আওতায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৬০ জনকে মাস্ক পরিয়ে রাস্তায় বসিয়ে রাখা হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!