• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের ১৩ গ্রামে কাল ঈদ


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২১, ০৯:৩৭ পিএম
ফরিদপুরের ১৩ গ্রামে কাল ঈদ

ফাইল ছবি

ঢাকা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১৩টি গ্রামে বৃহস্পতিবার (১৩ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।

বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ওই গ্রামগুলোতে রোজাও শুরু হয়েছে একদিন আগে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে।

বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাফিল মোল্লা জানান, দীর্ঘদিন ধরে কাটাগড়, সস্রাইল, মাইটকোমড়া, গঙ্গানন্দপুরসহ আশপাশের গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপনের চল আছে শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে। 

তবে অন্যরীতি মনে চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের যেকোনো জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই তারা মেতে ওঠেন ঈদ উৎসবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!