• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মতলবে বাল্কহেডডুবিতে প্রাণ হারাল ২ শ্রমিক


মতলব (চাঁদপুর) প্রতিনিধি জুন ১০, ২০২১, ০৮:১৫ পিএম
মতলবে বাল্কহেডডুবিতে প্রাণ হারাল ২ শ্রমিক

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডডুবিতে প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অহিদুজ্জামান জানান, বুধবার রাতে মতলবের মোহনপুর এলাকায় বালুভর্তি বাল্কহেড এমভি মক্কা-মদিনা-৩ মেঘনায় ডুবে যায়। বাল্কহেডের অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাজু শিকদার ও মিজান হাওলাদার নামে দুই শ্রমিক নদীতে নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিসের মতলব দক্ষিণ ইউনিটের ডুবুরি দল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সাজু ও মিজানের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তা করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি, ও কোস্টগার্ড সদস্যরা।

বেচেঁ যাওয়া শ্রমিকরা জানান, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি বাল্কহেড বুধবার রাতে মোহনপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখে। মধ্যরাতে হঠাৎ বাল্কহেডটি পানিতে ডুবে যায়। 

এসময় ছাউনির ওপরে থাকা দুই শ্রমিক নাঈম শিকদার ও মহিউদ্দিন সাঁতরে তীরে উঠে প্রাণে বেচেঁ যায়। ভেতরে ঘুমিয়ে থাকা আরও দুই শ্রমিক সাজু শিকদার ও মিজান হাওলাদার পানিতে ডুবে যান। 

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!