• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিয়ে বাড়িতে শোকের মাতম


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২১, ০৮:৫৮ পিএম
বিয়ে বাড়িতে শোকের মাতম

সংগৃহীত ছবি

হবিগঞ্জ: বিয়ে বাড়িতে গায়েহলুদের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হলো হবু বরের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরের বোরহানপুর গ্রামের কুদ্দুস ভান্ডারীর বাড়িতে।

জানা গেছে, মৃত সজল মিয়ার সঙ্গে সুন্দাদিল গ্রামের আসাদ আলীর মেয়ের বিয়ের কথা ছিল শুক্রবার।

সব প্রস্তুতি শেষ। চলছিল গায়েহলুদের আয়োজন।অনুষ্ঠানে গান বাজাতে ভাড়া করে আনা হয় সাউন্ড সিস্টেম। এতে বিদ্যুৎ-সংযোগ দিতে বর নিজেই যান।

মুহূর্তে বিষাদ নেমে আসে পুরো বিয়েবাড়িতে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হবু বরের।

বহরা ইউপির চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে গায়েহলুদের দিনে কুদ্দুসের বাড়িতে আনন্দে মেতেছিলেন সবাই। অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর জন্য আনা হয় সাউন্ড সিস্টেম। বর নিজেই এতে বিদ্যুৎ-সংযোগ দিতে যান।

এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে ডিসি স্যারের অনুমতির অপেক্ষায় আছেন। তবে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!