• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে ৩ জন নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক জুন ১৮, ২০২১, ০৭:১৪ পিএম
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে ৩ জন নিখোঁজ

ফাইল ছবি

বরগুনা: নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। ট্রলারের বাকি ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

ট্রলারের মাঝি ভুট্টো মিয়া জানান, মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে এফ বি বিলকিস নামের একটি ট্রলার নিয়ে ২৪ জেলে যান গভীর সমুদ্রে মাছ ধরতে। শুক্রবার সকালে ঝড়ো আবহাওয়ায় ট্রলারটি ডুবে যায়।

এরপর সকাল ১০টার দিকে ২১ জেলেকে আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করলেও বাকি তিনজন এখনও নিখোঁজ।

নিখোঁজদের মধ্যে দুজনের বাড়ি নোয়াখালী ও একজনের পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য শুক্রবার দুপুরে এফবি জিসান নামের একটি ট্রলার নিয়ে রওনা দেয় কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার অভিযান চলছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!