• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে নতুন ঠিকানা পেলো আরও ১ হাজার ৭০ পরিবার


কুড়িগ্রাম প্রতিনিধি জুন ২০, ২০২১, ০৫:০২ পিএম
কুড়িগ্রামে নতুন ঠিকানা পেলো আরও ১ হাজার ৭০ পরিবার

প্রতিনিধি

কুড়িগ্রাম: মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে জমিসহ ঘর পেলেন ভূমি ও গৃহহীন ১ হাজার ৭০ পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণ করেন।

রোববার (২০ জুন) কুড়িগ্রাম সদরের পাঁছগাছী ইউনিয়নের নওদাবস এলাকায় নির্মিত ৮৯টি দৃষ্টি নন্দিত ঘরের পাশে ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামের সাথে যুক্ত হয়ে এসব ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের দলিল ও চাবি তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী সুবিধাভোগী আক্কুল মিয়ার অনুভুতির কথা শোনেন।

এ সময় কুড়িগ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য আধ্যাপক এমএ মতিন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম সওদাগর, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াব ভুঁইয়া, রংপুর রেন্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুধিজন ও উপকার ভোগীরা।

১ হাজার ৭০ পরিবারের মধ্যে কুড়িগ্রাম সদরে ১০০টি, নাগেশ্বরী উপজেলায় ১০টি, ভুরুঙ্গামারী উপজেলায় ৫১টি, ফুলবাড়ী উপজেলায় ১০৫টি, রাজারহাট উপজেলায় ৮০টি, উলিপুর উপজেলায় ১৫০টি, চিলমারী উপজেলায় ৩০০টি, রৌমারী উপজেলায় ২০১টি, চর রাজিবপুর উপজেলায় ৭৩টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া এসব ঘর উপহার পান। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। 

সোনালীনিউজ/ওএ/এসআই

Wordbridge School
Link copied!