• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইনকিউবেটরে জন্ম নিলো অজগরের ২৮ বাচ্চা


চট্টগ্রাম প্রতিনিধি জুন ২৩, ২০২১, ০১:৫৩ পিএম
ইনকিউবেটরে জন্ম নিলো অজগরের ২৮ বাচ্চা

ছবি সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে স্থানীয়ভাবে তৈরি ইনকিউবেটরে ৩১ ডিম থেকে জন্ম নিয়েছে ২৮টি অজগরের বাচ্চা। প্রায় ৬৭ দিন ডিমগুলো ইনকিউবেটরে রাখার পর মঙ্গলবার (২২ জুন) এসব ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বুধবার (২৩ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সচিব এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনে ভূমিকা রাখছে। ২০১৯ সালের জুনে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিলো। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ৩১টি ডিম থেকে ২৮টি অজগর সাপের বাচ্চা ফোটে। দীর্ঘ ৬৭ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। 

সাপ সংরক্ষণে চিড়িয়াখানার এই কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে বলে জানান রুহুল আমিন।

শাহাদাৎ হোসেন শুভ জানান, জন্ম নেওয়া অজগরের বাচ্চাগুলো ১৫ দিন পর চামড়া বদল করবে। আগামী তিনমাস পর্যন্ত এগুলোকে ইনকিউবেটরেই রাখা হবে। তিনমাস পর এদের প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!