• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালের লঞ্চগুলোতে ঠাঁই নেই তিল ধরার


বরিশাল প্রতিনিধি জুলাই ২২, ২০২১, ০৯:১৫ পিএম
বরিশালের লঞ্চগুলোতে ঠাঁই নেই তিল ধরার

ছবি : প্রতীকী

বরিশাল : বরিশাল থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে এগারটি লঞ্চ। এসব লঞ্চের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। আগামীকাল (২৩ জুলাই) থেকে সারা দেশে লকডাউন শুরু হওয়ার আগেই ঢাকা ফিরতে এসব লঞ্চে রওনা হয়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর থেকে বরিশাল নদীবন্দরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সর্বত্র মানুষের ভিড়। অনেকে লঞ্চে জায়গা না পেয়ে ঘাটে অপেক্ষা করছে পরবর্তী লঞ্চের জন্য। বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘অন্তত এগারটি লঞ্চ ঢাকায় যাচ্ছে। আমরা মাস্ক আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। তবে, সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যে যেভাবে পারছেন লঞ্চে জায়গা নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।’

ঈদে বাড়ি এসেছিলেন বেসরকারি চাকরিজীবী রবিউল আলম হাসান। তিনি বলেন, ১৪ দিনের লকডাউনের আগেই ঢাকা ফিরতে হবে। এ জন্য, আজই লঞ্চে রওনা হয়েছি।’

সুন্দরবন নেভিগেশন কোম্পানির সুপারভাইজার জাকির হোসেন বলেন, ‘ঈদের আগের আসার লোকের চেয়ে যাওয়ার ভিড় বেশি। আমাদের লঞ্চে জায়গা প্রচুর। অনেক বড় লঞ্চ থাকায় যাত্রী বেশি থাকলেও, সমস্যা হবে না।’

লঞ্চ পরিদর্শন করে দেখা যায়, লঞ্চগুলোতে সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। যে যেভাবে পারে লঞ্চে জায়গা নেওয়ার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। কেউ কেউ লঞ্চের ছাদে আশ্রয় নিয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!