• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় আরও ৩০ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি জুলাই ২৩, ২০২১, ০৩:০৮ পিএম
খুলনায় আরও ৩০ জনের মৃত্যু

খুলনা : দেশে মহামারি করোনার প্রভাবে খুলনা বিভাগে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় ৩০ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৩৬১ জনের। বৃহস্পতিবার সেখানে ৪০ জনের মৃত্যু এবং ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ শুক্রবার (২৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ও যশোরে ৫ জন করে; মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৩ জন করে; মাগুরায় ২ জন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ১১৫ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!