• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতায় ঘরবন্দি মানুষ


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জুলাই ৩০, ২০২১, ১১:২৬ পিএম
টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতায় ঘরবন্দি মানুষ

নারায়ণগঞ্জ : কয়েকদিনের টানা বৃষ্টিতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে গ্রামের ভেতরের চলাচলের রাস্তা। ফলে ঘর বন্দি হয়ে পড়েছে স্থানীয়রা। জলাবদ্ধতার কারণে আশপাশের ময়লা পানিতে ভেসে পানিবাহিত রোগের সৃষ্টি হচ্ছে। এছাড়া পানিতে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে বৃদ্ধ ও শিশুরা।

অপরদিকে বৃষ্টির কারণে বিভিন্ন পুকুর ও জলাশয়ের পানি বেড়ে যাওয়ায় মাছ চাষীরা পড়েছেন বিপাকে। তারা জানান, হঠাৎ করে অতি বৃষ্টির কারনে তাদের পুকুরের চাষ করা মাছ পানির সাথে ভেসে চলে যাচ্ছে এক পুকুর ও জলাশয় থেকে অন্য পুকুর জলাশয়ে। এতে তাদের লোকসানের মুখে পড়তে হবে ধারনা করছেন মাছ চাষিরা।

পানিবন্দি বাড়ি মোগরাপাড়া গ্রামের সালাম মিয়া জানান, অপরিকল্পত ভাবে গ্রামের আশপাশের পুকুর ও জলাশয়গুলো ভরাট করার কারণে বৃষ্টির পানি নামতে না পেরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এতে গ্রামের প্রতিটি রাস্তা ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। অপরদিকে পানির সাথে ড্রেনের ময়লা আর্বজনা ভেসে এসে নোংড়া পরিবেশের সৃষ্টি হয়েছে।

মাছ চাষী কালাম জানান, টানা বৃষ্টির কারণে হঠাৎ করে পুকুরের পানি বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছে। পানির কারণে পুকুরগুলো ডুবে তার চাষের মাছ অন্য পুকুরে চলে যাচ্ছে। হঠাৎ করে কাল রাতের বৃষ্টির কারণে তার বেশী ক্ষতি হয়েছে। রাতের বেলা মাছ আকটানোর মতো কোন ব্যবস্থা করতে না পারায় সবচেয়ে লোকসানের মুখে পড়েছেন তিনি।

প্রয়োজনের তুলনায় পানি নামার জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আবার অনেক যায়গায় ড্রেন থাকার পরও ড্রেনগুলো পরিস্কার ও রক্ষানাবেক্ষন না কারার কারনে ও সাধারণ মানুষ না বুঝে শুনে ড্রেনগুলোতে ময়লা আর্বজনা ফেলে ভরে ফেলার কারণে পানি নামতে না পেরে রাস্তা ঘাটে পানি জমে বাসা বাড়িতে গিয়ে জলাবদ্ধতা তৈরী করছে। সেজন্য সরকারের জলাশয়, পুকুর ও ফসলি জমি ভরাটের ক্ষেত্রে সরকারী নজরদারীর প্রয়োজন। এছাড়া ঘনবসতিপুর্ণ এলাকাগুলোতে পানি নামানোর জন্য প্রয়োজনীয় ড্রেনের ব্যবস্থা করতে হবে এবং যেখানে ড্রেন আছে সেগুলো রক্ষনাবেক্ষন ও বর্ষাকালের আগে সেগুলোকে পরিস্কার রাখতে হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!