• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বস্তিতে আগুন, ভস্মীভূত ৪৬টি ঘর


মুন্সীগঞ্জ প্রতিনিধি  আগস্ট ৪, ২০২১, ০১:৪৭ পিএম
মুন্সীগঞ্জে বস্তিতে আগুন, ভস্মীভূত ৪৬টি ঘর

ছবি : মুন্সীগঞ্জে বস্তিতে আগুন

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের হাড়িদিয়া গ্রামে দিনমজুর শ্রমিকদের ভাড়াকৃত জহির দেওয়ানের বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (০৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। শ্রীনগরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই গ্রামবাসীর ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন করির ও লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির হোসাইন আগুন লাগার এক ঘণ্টার মধ্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

বস্তিঘরের মালিক জহির দেওয়ান জানান, পূর্ব শত্রুতার জেরে আমার বস্তিতে আগুন দিয়েছে। এর আগেও দুইবার আগুন দিয়ে ছিলো আশেপাশের লোকজন থাকাতে নিভাতে পেরেছিলাম কিন্তু এইবার আগুনে সব শেষ হয়ে গেলো। তিনি আরোও জানান এর আগে আগুন লাগানোর ঘটনায় তাদের নামে আমি লৌহজং থানায় জিডি করেছিলাম।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির হোসাইন জানান, ঘরের ভিতর থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। কাঠ ও টিনশেডের তৈরি হাড়িদিয়া গ্রামের এই বস্তিতে  ৪৬টি ঘর পুরে গেছে বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত বারোটায় আমরা খবর পাই। আমাদের যেতে যেতে আধা ঘণ্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে সাড়ে তিনটা বেজে যায়। এটা বস্তি এখানে ৩০ থেকে ৪০টি ঘর হবে যে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।  তবে কি কারণে আগুনের সূত্রপাত ঘটে আমরা তা  রাতের বেলা বের করতে পারিনি।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!