• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরের অথই জলে হারিয়ে গেল ৮ জেলে


ভোলা প্রতিনিধি: সেপ্টেম্বর ১০, ২০২১, ০২:৩৪ পিএম
বঙ্গোপসাগরের অথই জলে হারিয়ে গেল ৮ জেলে

ফাইল ছবি

ভোলা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে।নিখোঁজ রয়েছেন ট্রলারটির ৮ জেলে। জীবিত উদ্ধার হয়েছেন ৩ জন। 

গত সোমবার (০৬ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগরের মহিপুরা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝড়ের কবলে পড়া ট্রলার থেকে বেঁচে ফেরা সিরাজ কারিগর মাঝি।

আরও পড়ুন: সুন্দরবনে দেখা মিললো মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার

তিনি বলেন, রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরার জাল অর্ধেক তোলার পড়ে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় তারা সবাই ট্রলারের ভেতরে কেবিনে অবস্থান করছিলেন। 

আরও পড়ুন: সন্তানের বাবার নাম জানিয়ে দিলেন নুসরাত

এক পর্যায়ে সেখান থেকে তিনজন জীবিত বের হয়। তারা ট্রলারে থাকে জীবনরক্ষাকারী সরঞ্জামের সাহায্যে ভাসতে থাকেন। এক পর্যায়ে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে চরফ্যাশনের সামরাজ ঘাটে নামিয়ে দেয়। বাকি আট জেলে কোথায় কিভাবে আছে জানা যায়নি।

ঝড়ের কবলে পড়ে নিখোঁজ আট জেলে হলেন- নিরব, রুবেল, সিরাজ, ইউসুফ, শহীদ ঝিলাদার, রফিকুল ইসলাম, বজলুর রহমান, দেলোয়ার চৌকিদার।

আরও পড়ুন: পাঁচ লাখ টাকার জামাতনবিহীন ঋণ পাবেন হকার-ফেরিওয়ালা-রিকশাচালকরা

ভেদুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বলেন, ভেদুরিয়া ইউনিয়ন থেকে ১১ জন জেলে সাগরে মাছ শিকার গিয়ে ঝড়ের কবলে পড়ে। সেখান থেকে তিন জেলে জীবিত ফেরত আসেন। এখনো আটজন নিখোঁজ রয়েছেন। এ সময় তিনি নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবি জানান।

ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও জানান, ঝড়ের কবলে পড়া নিখোঁজ ও জীবিত ফিরে আশা জেলে পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!