• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাসড়কে পণ্য লোড-আনলোড, বাড়ছে যানজট  


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:১১ পিএম
মহাসড়কে পণ্য লোড-আনলোড, বাড়ছে যানজট  

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জায়গা দখল করে ভারি যানবাহন দাঁড় করিয়ে পণ্য উঠানামা করায় সড়কে এখন যানজট নিত্য দিনর ঘটনা। দীর্ঘদিন ধরে মাধবপুর বাজারের রাস্তায় এ ধরনের ঘটনার কারণে সড়কে যান চলাচলের বাধার সৃষ্টি হচ্ছে। সাধারণ পথচারিদের পড়তে হচ্ছে ভোগান্তি মধ্যে।

স্থানীয়রা জানায়, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বাজারে সড়কে প্রায় প্রতিদিন ট্রাক রেখে বিভিন্ন মালামাল উঠানামা করা হয়। সড়কের জায়গায় এভাবে সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক দাঁড় করার কারনে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন যানজটের মধ্যে পড়ে। সরকরি জায়গায় কোন ইজারা দেওয়ার নিয়ম নেই। কিন্তু কতিপয় লোক ইজারার কথা বলে ট্রাক চালকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

মাধবপুর সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর রমজান আলী বলেন, মহাসড়কে সাধারণ চলাচলকারীদের বিঘ্ন সৃষ্টি করে রাস্তায় উপরে যানবাহন দাঁড় করিয়ে ইজারার নামে টাকা উত্তোলন করার কোন আইনগত ভিত্তি নেই।
শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশে ওসি মাঈনুল ইসলাম বলেন মহাসড়কের জায়গায় যানজট সৃষ্টি করে মালামাল উঠানামা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!