• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানির নিচে ‘সিম্বল অব রাঙ্গামাটি’


রাঙ্গামাটি প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:১৮ পিএম
পানির নিচে ‘সিম্বল অব রাঙ্গামাটি’

ছবি : পানির নিচে ঝুলন্ত সেতুর পাটাতন

রাঙ্গামাটি : পানির নিচে গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন। রাঙ্গামাটির এই সেতুটি পর্যটকের কাছে খুব আকর্ষণীয়। পাটাতন ডুবে যাওয়ায় সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বড়ুয়া বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে সেতুর পাটাতন ডুবে গেছে। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা সেতুর ওপর দর্শনার্থীদের চলাচল আপাতত বন্ধ করে দিয়েছি। পানি কমলে সেতুটি আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতুতে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ঢাকা থেকে ঘুরতে আসা রুমা ও সাব্বির দম্পতি বলেন, সেতুতে পানি ওঠায় পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এতো কষ্ট করে এখানে এলাম, কিন্তু ঝুলন্ত সেতু না দেখে চলে যেতে হচ্ছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!