• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


দিনাজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০২১, ০১:৫৯ পিএম
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন 

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ১০জন করে প্রতি কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি ও ১০ ডিএপি সার বিতরণ করা হয়। 

সোনালীনিউজ/ওআই/এসআই

Wordbridge School
Link copied!