• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহ দিয়ে অবৈধ প্রবেশকালে আটক ১১


ঝিনাইদহ প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৫:২৫ পিএম
ঝিনাইদহ দিয়ে অবৈধ প্রবেশকালে আটক ১১

ঝিনাইদহ: ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকালে সীমান্তরে মুন্ডমালা গ্রাম বদরের ইটের ভাটার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলনে- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজলোর পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমশে মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়নগঞ্জ জেলার বন্দর উপজলোর একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার মোজাম্মেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজলোর পারবুমভাগ গ্রামের মুনজলি শখের মেয়ে পারভীন শখ (৩০), ঢাকা জলোর লালবাগ উপজলোর কামরাংঙ্গরিচর গ্রামের বাবুলের স্ত্রী রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজলোর জলন্তী গ্রামের শরাফত আলীর ছেলে শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর উপজলোর মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে শ্রী মন্টু রায় চৌধুরী (৩২), একই জেলার আশাশুনি উপজেলার ঝাটকাটা গ্রামের ভরৈব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে শুকুর আলী (৩০), শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২২) এবং তার শিশি ছেলে জোনায়েদ হোসেন (০৫)। 

আটককৃতদরে বিরুদ্ধে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসর্পোট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!