• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়াই মণের বাঘাইড়, বিক্রি হবে দেড় লাখে


ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৯:১৩ পিএম
আড়াই মণের বাঘাইড়, বিক্রি হবে দেড় লাখে

সিলেট: কুশিয়ারা নদীতে জেলেদের জালে আড়াই মণ (১০০ কেজি) ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। 

মাছটি কিনে সিলেট নগরের লালবাজারে নিয়ে এসেছেন ব্যবসায়ী মো. আলাউদ্দিন। তিনি মাছটি বিক্রির জন্য দেড় লাখ টাকা দাম হাঁকছেন। 

আলাউদ্দিন জানান, বিশাল আকারের বাঘাইড় মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। সেখান থেকে মাছটি কিনে বিক্রির জন্য তিনি সিলেট নগরের লালবাজারে নিয়ে এসেছেন। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।

সরেজমিনে দেখা যায়, বিশাল আকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করেছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।

মাছ বিক্রেতা আলাউদ্দিন জানান, তিনি ৬০ হাজার টাকায় মাছটি কিনে এনেছেন। সে অনুপাতে বিক্রির জন্য দাম চাচ্ছেন। এককভাবে মাছটি কেউ কিনতে না পারলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাছটি কেটে বিক্রি করবেন। সেক্ষেত্রে কেজি প্রতি দাম পড়বে দেড় থেকে দুই হাজার টাকা।

কেজি দরে মাছ নিতে এরই মধ্যে আটজন নাম লিখিয়েছেন বলেও জানান তিনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!