• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রৌমারীতে বন্যায় ক্ষতি সাড়ে ১৫ কোটি টাকা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০২১, ১২:০২ পিএম
রৌমারীতে বন্যায় ক্ষতি সাড়ে ১৫ কোটি টাকা

কুড়িগ্রাম : রৌমারী উপজেলায় এবারের বন্যায় স্বল্প মেয়াদে রেকর্ড পরিমাণ ক্ষতিসাধিত হয়েছে। রাস্তাঘাট, রোপা আমন, আগাম সবজি, পুকুর মৎস্যঘের, শিক্ষাপ্রতিষ্ঠান, গরু ছাগল, পায়খানা ও নলকূপ, নদীভাঙনে বাড়িঘরসহ সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, সম্প্রতি বন্যায় ২৭ হাজার ৯৮৩টি পরিবার পানিবন্দি হয়ে পরে। এতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৬৬৬টি, আংশিক ২২২টি ঘরবাড়ি ও ৩০০টি পরিবার নদী ভাঙনের শিকার। এতে ক্ষতির পরিমাণ পাঁচ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

উপজেলা প্রকৌশলী যুবায়েত আহমেদ বলেন, উপজেলায় মোট পাকা সড়ক ৬৮ কিমি, আংশিক ক্ষতিগ্রস্ত ৩ কিমি, ইট খোয়ায় নির্মিত ১১.৫০ কিমি, আংশিক ক্ষতি ১.৫০ কিমি। কাঁচা সড়ক মোট ৩৮৫ কিমি, আংশিক ক্ষতি ৩.২০ কিমি। এতে দুই কোটি ৮৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, বন্যায় কৃষি খাতে সম্পূর্ণ ক্ষতি ৯২ হেক্টর ও আংশিক ক্ষতি ৪ হাজার ২৫৮ হেক্টরের মধ্যে ৫% সম্পূর্ণ জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকা।

মৎস্য অধিদপ্তর কর্মকর্তা বদরুজ্জামান রানা জানান, উপজেলায় ৩০৬টি পুকুর। এর মধ্যে ৮৫টি পুকুর পানিতে তলিয়ে পাড় ভেঙে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৫৫ লাখ ২৫ হাজার টাকা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উপজেলায় ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে দুটি বিদ্যালয় নদীতে বিলীন ও আংশিক ক্ষতি হয়েছে ২০টি। যার ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এটিএম ডাক্তার হাবিবুর রহমান জানান, মোট প্লাবিত চারণভূমির পরিমাণ ৭ একর, ক্ষতিগ্রস্ত গবাদি পশুর খামার আংশিক ক্ষতিগ্রস্ত চারটি, ক্ষতির পরিমাণ দুই লাখ ৫০ হাজার টাকা, হাঁস মুরগি খামারের আংশিক ক্ষতিগ্রস্ত পাঁচটি, খামার ক্ষতির পরিমাণ এক লাখ ২৫ হাজার টাকা। বিনষ্ট খড়ের পরিমাণ ১০ টন, ক্ষতির পরিমাণ এক লাখ ৮০ হাজার টাকা, বিনষ্ট ঘাসের পরিমাণ ২০ টন, ক্ষতির পরিমাণ ৭৫ হাজার টাকা। মোট ক্ষতির পরিমাণ চার লাখ ৮০ হাজার টাকা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সেকবর আলী জানান, উপজেলায় চালুকৃত মোট নলকূপ ৩৯ হাজার ৬৪৭টি, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত নলকূপ ৩৩৩টি, আংশিক ক্ষতিগ্রস্ত ১১১টি, স্বাস্থ্যসম্মত পায়খানা মোট ২৬ হাজার ২৫৯টি। সম্পূর্ণ ক্ষতি ৩৩৩টি আংশিক ক্ষতি ৫৪০টি। মোট ক্ষতির পরিমাণ ৯৪ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, এবারের বন্যায় এলাকায় স্বল্প বন্যয় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!