• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৮৫০ মেট্রিক টন সার বোঝাই জাহাজ ডুবি


মোংলা প্রতিনিধি: অক্টোবর ৮, ২০২১, ০৭:৫০ পিএম
৮৫০ মেট্রিক টন সার বোঝাই জাহাজ ডুবি

যশোর: মোংলা সমুদ্র বন্দর চ্যানেলের পশুর নদীতে এমভি দেশবন্ধু নামে একটি সার বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি স্থানে ডুবো চরে আটকে যায় কার্গোটি। পরে তলা ফেটে কার্গোর বেশির ভাগ অংশ পানির নিচে তলিয়ে যায়।

জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা সাঁতরে নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছে। সকালের দিকে ৮৫০ মেট্রিক টন টিএসপি সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয় কার্গোটি।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা বিদেশি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন সার বোঝাই করে কার্গো জাহাজটি। পরে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। শুক্রবার দুপুরে চরে আটকে যায়। জাহাজটির কিছু অংশ পানির ওপরে দেখা গেলেও বেশির ভাগ নদীতে নিমজ্জিত রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, যতদূর জেনেছি কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। যার ফলে সকল নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত স্থানে লোকজন পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!