• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ত্রিশালে নিহত বেড়ে ৭, একই পরিবারের ৫ জন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২১, ০৪:০২ পিএম
ত্রিশালে নিহত বেড়ে ৭, একই পরিবারের ৫ জন

সংগৃহীত ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭জনে। 

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই ৫ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতালে আহত অবস্থায় বর্তমানে ১১ জন ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।

নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের।তারা হলেনফজলুল হক (৩৫), স্ত্রী ফাতেমা বেগম (২৮), দুই শিশুসন্তান ছেলে আবদুল্লাহ (৬) ও মেয়ে আকলিমা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)।তাদের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়।

বাকি নিহতরা হলেন-একই উপজেলার রাকিব (৩৫)। এছাড়া সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা এলাকার হেলেনা আক্তার (৪০)।

জানা গেছে, ত্রিশালের চেলেরঘাটে একটি যাত্রীবাহী বাসের পেছন থেকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুইটি বাস পাশাপাশি পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এদিকে চেলেরঘাট এলাকায় একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল।

পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি বাস ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের শ্যাপার এমএ রহিম পরিবহনের বাসটির পেছনের অংশ ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!