• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাজীগঞ্জে শিশু ধর্ষণ ও মৃত্যুর বিষয়টি গুজব: পূজা উদযাপন পরিষদ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২১, ০৭:৪১ পিএম
হাজীগঞ্জে শিশু ধর্ষণ ও মৃত্যুর বিষয়টি গুজব: পূজা উদযাপন পরিষদ

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মা-বোন ও দশ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং শিশুটি মারা গেছে বলে দেশ-বিদেশের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে। তবে হাজীগঞ্জ উপজেলায় এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার সভাপতি বাবু রুহিদাস বণিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি গুজব বলে ব্যাখ্যা দিয়েছেন। 

হাজীগঞ্জ উপজেলার হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন বলেন, হাজীগঞ্জ উপজেলার কোথাও হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারে ধর্ষণের ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, হাজীগঞ্জে বুধবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর বিভিন্ন গুজব রটছে। এটিও গুজব। ধর্ষণের বিষয়ে কোনো মামলা বা অভিযোগ নিয়েও কেউ আসেনি।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী বলেন, হিন্দু সম্প্রদায়ে এমন কোনো ঘটনার বিষয়ে চিকিৎসা নিতে কেউ আসেনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!